নিজস্ব প্রতিবেদকঃরাজশাহীর মোহনপুর থানায় সদ্য যোগদানকৃত নবাগত অফিসার ইনচার্জ মোহাঃ তৌহিদুল ইসলামের সাথে মোহনপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ মোহাঃ তৌহিদুল ইসলাম বলেন, মোহনপুরকে নারী নির্যাতন, মাদক, গুজব, জুয়া, জঙ্গীবাদসহ অন্যান্য অসামাজিক কার্যকলাপ বন্ধে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি দৃঢ় কন্ঠে বলেন, সকল প্রকার অসামাজিক কার্যকলাপ বন্ধে আমার প্রচেষ্ঠা অবশ্যই অব্যাহত থাকবে। এসময় উপস্থিত সাংবাদিকবৃন্দ বিভিন্ন অনিয়ম দূর্নিতি বন্ধে পুলিশ প্রশাসনকে সহযোগিতার করার কথা বলেন। মতবিনিময় সভায় মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম সোহেল, সিনিয়র রিপোর্টার
রুবেল সরকার, আর কে রতন, তোফাজ্জল হোসেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহিন সাগর, শরিফুল ইসলাম মাস্টার, শফিকুল ইসলাম, রাসেদুল ইসলাম সরকার, সাদিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তদন্ত ওসি তৌহিদুর রহমান, এএসআই রাশেদুল ইসলামসহ অফিসার বৃন্দ।
Leave a Reply