রাজশাহীর কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার রাতে ৯ ওয়ার্ডের গোপইল মহল্লার মধ্যপাড়ায় জনশ্রোতের মধ্য দিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক ইদ্রিস আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পৌরসভার বর্তমান মেয়র ও আগামী নির্বাচনের মেয়র পদপ্রার্থী শহিদুজ্জামান শহিদ।
এসময় আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মাসুদ আহম্মেদ রানা, সাবেক কাউন্সিলর ইসরাইল হোসেন, ৯নং ওয়ার্ড সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক শমসের আলী সমো, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, আওয়ামিলীগ নেতা আতিউর রহমান, আবদুর রাজ্জাক ও জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। শহিদুজ্জামানকে দলীয় মনোনয়ন দিলে আবারো তাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবেন বলে মহল্লাবাসী একাত্মতা ঘোষনা করে।
জা-বি
You cannot copy content of this page