
সবুজ সরকার বেলকুচি(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
পৌর নির্বাচনে মেয়র প্রার্থীর দলীয় মনোনয়ন পেতে ক্ষমতাশীন দল আওয়ামীলীগের আজ সিরাজগঞ্জের বেলকুচিতে তৃণমূলের ভোট অনুষ্ঠিত হয়। ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলকুচি উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই ভোট গ্রহন শুরু হয়। এতে ক্ষমতাশীন দল আওয়ামীলীগের মেয়র প্রার্থী হিসেবে ৬ জন প্রতিদ্বন্দ্বীতায় লড়েন। তাতে সাবেক উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদূল হক (রেজা) ৩৬ ভোট পেয়ে তৃণমূলের ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান পৌর মেয়র বেগম আশানূর বিশ্বাস। তিনি ৩২ ভোট পেয়ে ২য় স্থানে রয়েছেন। অপর দিকে আমিনুল ইসলাম ৫, মজিদ প্রামানিক ২, আব্দুল মজিদ খাঁন ১, জিয়া আকন্দ ০ ভোট পেয়ে ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ স্থানে রয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ – সভাপতি পিপি আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড শামসুজ্জামান আলো, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস সহ উপজেলা ও পৌর আওয়ামীগের নেতৃবৃন্দ।
Leave a Reply