ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। সভায় মিরাজের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ
ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনের লক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝিনাইদহ শাখার উদ্যোগে আজ শহরের পার্ক পাড়াস্থ অবসর ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এবং সভার মাধ্যমে মানবাধিকার কর্মী মিরাজ জামান রাজের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝিনাইদহ শাখার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমানের পরিচালনায় ও নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে কমিশনের উদ্যোগে ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের উদ্দেশ্যে আগামী ১০ ডিসেম্বর স্বাস্থ্য বিধি মেনে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এবং সভার মাধ্যমে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাষ্ট্রপতি পদক প্রাপ্ত মিরাজ জামান রাজের উপর সম্প্রতি ঘটে যাওয়া হামলার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ বিষয়ে সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বলেন আমাদের দীর্ঘদিনের সহকর্মী মানবাধীকার কর্মী, তরুণ সমাজ সেবক মিরাজেরর উপর যে হামলা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কার ও দুঃখজনক। তার উপর হামলার মামলায় এজাহারভুক্ত সকল আসামীদের দ্রুত গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন।
You cannot copy content of this page