নিজস্ব প্রতিবেদকঃ
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড.এম.এ ওয়াজেদ মিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র কন্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যানেল সদস্য অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের ৪৭তম জন্মদিন পালন করেছে বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি।
বুধবার (৯ ডিসেম্বর) রাতে হাইকোর্টে জন্মদিনের কেককাটাসহ সায়মা ওয়াজেদের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট একেএম দাউদুর রহমান মিনা, সাধারণ সম্পাদক রসায়নবিদ ডক্টর মুহাম্মদ জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক রোজিনা আক্তার রিমা, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাকিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার তাহমিনা সিদ্দিকা, সহ-সম্পাদক লায়লা আফরোজ বেগম, শামসুর নাহার মিতা, সদস্য ডক্টর শাহজাহান মজুমদার, ডা: সাইফুল ও অন্যান্য নেতৃবৃন্দ।
সায়মা ওয়াজেদের কর্মময় জীবন ও বাংলাদেশে স্বাস্থ্যসেবায় ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠান শেষে তার ৪৭তম জন্মদিনের কেককাটা হয়। পরে দীর্ঘায়ু ও সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ডাক্তার তাহমিনা সিদ্দিকী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় শেখ রিমাকে কে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
You cannot copy content of this page