নিজস্ব প্রতিবেদকঃ
করোনা পরিস্থিতিতে দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাষ্ট্র শাখার সাবেক উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক, সরকারী মির্জাপুর কলেজ শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক, জামুর্কী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন-সম্পাদক জয় হোসেন। শুক্রবার (১১ ডিসেম্বর) টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন স্থানে জনসাধারনের মাঝে মাক্স বিতরন ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোর-আন শরীফ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, বানাইল ইউনিয়ন শেখ রাসেল সৃতি সংসদের সভাপতি মোহাম্মদ আশিক মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
উল্লেখ্য, জনাব জয় হোসেনের সাথে সহযোগীতায় অংশগ্রহন করেন মির্জাপুর উপজেলা যুবলীগের সাবেক সদস্য মোঃউজ্জল মিয়া, বানাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ রবিন মিয়া।
জয় হোসেন জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মজীবী ও দরিদ্র মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে এবং ছাত্রদের জন্যে বই। এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
You cannot copy content of this page