সেলিম রেজা তাজ,(যশোর ব্যুরো): শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে জাতীর সূর্য সন্তানদের প্রতি জেলা পুলিশ যশোরের বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ।
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর আলবদর-আলশামস্ দেশকে মেধাশূন্য করতে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও বরেণ্য ব্যক্তিদের নির্মমভাবে হত্যা করে। সারা দেশের মত যথাযথ মর্যাদায় যশোরেও দিনটি পালন হচ্ছে।
আজ (১৪ই ডিসেম্বর) সোমবার সকাল ৭ টার সময় জাতীর সূর্য সন্তানদের স্মরনে যশোর সদর থানাধীন রায়পাড়া শংকরপুর বধ্যভূমিতে নির্মিত বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেছে জেলা পুলিশ যশোর।
এসময় উপস্থিত থেকে জেলা পুলিশ যশোরের পক্ষে শ্রদ্ধাজ্ঞাপন করেন সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম বার।
উক্ত শ্রদ্ধানিবেদন অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান , জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিঃ পুলিশ সুপার, (অপরাধ) যশোর, জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম, জেলা বিশেষ শাখা, যশোর, জনাব জামাল আল নাসের, অতিঃ পুলিশ সুপার, ‘খ’ সার্কেল, যশোর, জনাব মোহাম্মদ অপু সরোয়ার, অতিঃ পুলিশ সুপার, (সদর), যশোর সহ জেলা পুলিশ যশোরের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
You cannot copy content of this page