মোঃ মারুফবিল্লাহ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২০ পালিত হয়েছে।
বুধবার ভোর সাড়ে ৫টায় কালিগঞ্জ থানা চত্ত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনার পর সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে স্বাস্থ্য বিধি মেনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নজিবুল আলম ও কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন।
পরে পতাকা মঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম. জগলুল হায়দার। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
এর আগে সকাল ৭টায় কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক বিজয় স্তম্ভে শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পণ করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম. জগলুল হায়দার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা বিএনপি, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, কালিগঞ্জ প্রেসক্লাব, সুশীলন, কৃষকলীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিকলীগ, তাঁতী লীগ, সৈনিক লীগ, জাতীয় যুব হিন্দু লীগ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বন্ধু কল্যাণ সমিতি, কালিগঞ্জ সরকারি কলেজ, কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কাটুনিয়া রাজবাড়ী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
You cannot copy content of this page