আল রাসেল সরকার: মহান বিজয় দিবস। বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন, পরাধীনতার শৃঙ্খলমুক্তির দিন। সারাদেশের মানুষ আনন্দ-উৎসব এবং একই সঙ্গে বেদনা নিয়ে দিবসটি পালন করে। স্বাধীনতার জন্য যে অকুতোভয় বীর সন্তানেরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের গভীর বেদনা ও শ্রদ্ধায় তাদেরকে স্মরণ করে।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় "আমাদের বেলকুচি" ফেসবুক গ্রুপ কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম সাজেদুল। এছাড়া বিশেষ অতিথি হিসাবে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ ও বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান সহ, বর্ণালী বেলকুচি সভাপতি মোঃ হাফিজুর রহমান এবং আমাদের বেলকুচি গ্রুপের এডমিন প্যানেলের সদস্যবৃন্দ। উক্ত রচনা প্রতিযোগিতায় দুই বিভাগে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের মোট ২০ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছেন।
You cannot copy content of this page