প্রতিদিনের সময় প্রতিবেদকঃ
সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের মাঝে সহায়তা দিতে শিক্ষার্থীদের সংগঠন যমুনা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইকবাল তালুকদার, বিশেষ অতিথি সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার দুই শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
যমুনা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আল মামুনের সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শীতবস্ত্র বিতরণ কমিটির আহ্বায়ক আহমেদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাকিব হোসেন খান, যমুনা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, দপ্তর সম্পাদক মজনু মিয়া, আইসিটি বিষয়ক সম্পাদক অন্যান্য মামুন প্রমুখ।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, এসব সুবিধা বঞ্চিত এবং অসহায় মানুষ সমাজে অবহেলার শিকার। তারা অনেক সময় বিপদগামী হয়ে পড়ে। তবে এসব মানুষের ছেলে মেয়দের ভালো সঠিক দেখভাল করলে এদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
যমুনা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন বলেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সবসময় সুবিধা বঞ্চিত, অসহায় মানুষদের নিয়ে কাজ করে থাকি। আমরা তাদের ঈদে নতুন কাপড়, শীতের সময় শীত বস্ত্র বিতরণ করি।
তারা শীতে শীতবস্ত্রের অভাবে অনেক কষ্টে রাত কাটায়। শীতে করোনার প্রার্দুভাব বৃদ্ধি পাবে। তাই আমরা তাদের মাঝে শীত বস্ত্র দেওয়ার মাধ্যমে শীতের উষ্ণতা দেওয়ার চেষ্টা করেছি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
You cannot copy content of this page