স্টাফ রির্পোটারঃকেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা বিএনপি'র উদ্যগে সীমান্তে প্রতিনিয়ত নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ কর্মসূচী পালিত হয়। ২১ ডিসেম্বর বেলা ১১টায় সাতক্ষীরা জজ কোর্ট প্রাঙ্গণে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যান এর নেতৃত্বে এ কর্মসূচী পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির সদস্য শের আলী, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা কৃষক দলের আহবায়ক আহসানুল কাদের স্বপন সহ বিএনপি ও সকল অঙ্গ , সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
You cannot copy content of this page