স্টাফ রিপোর্টারঃ
গ্রীসের ব্যবসায়ীদের সর্ববৃহৎ ও জাতীয় সংগঠন ‘এথেন্স চেম্বার অব ট্রেডসমেন’ এর অভিবাসী ও আন্তর্জাতিক বিভাগের নির্বাচিত সভাপতি বরিশালের কৃতি সন্তান মোঃ জহির ডাকুয়া কে পাঠক নন্দিত জনপ্রিয় পত্রিকা দৈনিক আমাদের দেশকালের উপদেষ্টা হিসেবে রবিবার ২৭ ডিসেম্বর মনোনয়ন দেওয়া হয়েছে।
সমাজ সংষ্কার, জনগণের কল্যাণ, অন্যায়-অবিচারের উচ্ছেদ, মাদক নির্মূল ও একটি সুন্দর সমাজ ব্যবস্থার প্রকৃত রোল মডেল হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমের সাথে সম্পৃক্ততা অত্যাবশকীয়। তারই পরিপ্রেক্ষিতে জনপ্রিয় “দৈনিক আমাদের দেশকাল” পত্রিকার সাথে এই পথচলা।
সমাজের গরীব দূঃখীদের জন্য যিনি অসংখ্য সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করেছেন, যা অসংখ্য অনাথ, দূঃস্থ ব্যক্তির পরম পাওয়া। মানুষের জন্যই কিছু করতে পারার মধ্যেই এই জনপ্রিয় ব্যক্তির ভালো লাগা। সমাজ তথা দেশের জন্য আরো জনকল্যাণমূলক কিছু করার আশা ও প্রত্যয় ব্যক্ত করে সম্মানিত উপদেষ্টা মোঃ জহির ডাকুয়া দেশবাসীর নিকট দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।
You cannot copy content of this page