1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে মৃত্যু দাবির চেক হস্তান্তর ভূল্লী থানা মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ী মালিক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান ফ্যাস্টিট শাসনে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবে বিএনপি-মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের ভূল্লীবাঁধে ২ লাখ টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস আগামী প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে – ফজলুতুন নেসা ঠাকুরগাঁওয়ে ডাকাত দলের হামলায় আহত ৩, লুট সাড়ে চার লাখ ও স্বর্ণ পর্তুগালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও কেক কর্তন ডিবি পুলিশের হাতে গ্রেফতার ৫ ডাকাত সহ মালামাল ক্রয়কারী ঠাকুরগাঁওয়ে বীজ কিনে প্রতারিত হওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের  মানববন্ধন

ফুলবাড়ী পৌর নির্বাচনে বেসরকারী ভাবে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩১৯ জন পড়েছেন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে পৌরসভা নির্বাচনে প্রথম বারের মতো ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন শেষে ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে।
বেসরকারি ভাবে ঘোষিত ফলাফল অনুয়ায়ী, ৭ হাজার ৭ শত ৫০ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ )মাহমুদ আলম লিটন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী বর্তমান মেয়র ( জগ) স্বতন্ত্র প্রার্থী মুরতুজা সরকার মানিক ভোট পেয়েছেন ৭ হাজার ৪০ ভোট। অপরদিকে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী খাজা মইন উদ্দীন (নৌকা ) পেয়েছেন ৩ হাজার ৪ শত ৬০ ভোট,বিএনপি মনোনিত প্রার্থী সাহাদৎ আলী ( ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৪২ ভোট।
সোমবার সন্ধ্যা ৭ টার দিকে ফুলবাড়ী উপজেলার পরিষদের হলরুমে আনুষ্ঠানিক ভাবে ফুলবাড়ী পৌরসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রারামানিক ।
নির্বাচনে ২৭ হাজার ৯ শত ৩১ ভোটারের মধ্যে, ২১ হাজার ২ শত ৮৯ ভোটার অংশ গ্রহন করেছেন। যা ৭৬ দশমিক ১ শতাংশ। এর মধ্যে ৫১ টি অপ্রদত্ত ভোট রয়েছে।
সকাল ৮টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে। করোনা ও শীত উপেক্ষা করে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করে। শুরুতে ভোটার কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। প্রতিটি কেন্দ্রেই স্বাস্থ্যবিধি মেনে নারী ও পুরুষ ভোটাররা তাদের পছন্দনীয় প্রার্থীদের ভোট প্রদান করেছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ আনসারের পাশাপাশি বিজিবি ও র‌্যাবের সদস্যদের টহল করতে দেখা গেছে। এ ছাড়াও প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্ট্রাইকিং ফোর্সের প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেন ।
পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করেছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর তিনটি পদের বিপরীতে ১০ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ৯ জন কাউন্সিলর পদের বিপরীতে ২৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় ২৭ হাজার ৯৩১ জন ভোটার রয়েছেন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৩হাজার ৫শত ৫২ জন ও নারী ভোটার রয়েছে ১৪ হাজার ৩শত ৭৯ জন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page