1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
রাসিকের ১৩ নং ওয়ার্ডে আড়াই বছরে ৮০ শতাংশ কাজ সম্পন্ন বিভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে -অরুণাংশু দত্ত টিটো ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুত্রবধুর মামলায় শ্বশুর গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুত্রবধুর মামলায় শ্বশুর গ্রেপ্তার ৬ নং ওয়ার্ডকে রাসিকের প্রথম স্মার্ট ডিজিটাল হিসেবে গড়বো বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হজযাত্রীদের বিনা মূল্যে দেওয়া হচ্ছে হজ গাইড ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের জন্মদিন আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ: হাসান ইকবাল রায়গঞ্জে ২টি মুদি দোকানে আগুন, প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পল্লী বিদ্যুৎতের অবহেলায় জুটমিল কর্মীর মর্মান্তিক মৃত্যু

বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ র‌্যাব-৯ এর বৃক্ষরোপন কর্মসূচী শুরু

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ১৮৪ জন পড়েছেন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:জাতির পিতা বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যাব সেবা সপ্তাহে সুনামগঞ্জ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৯ এর বৃক্ষরোপন কর্মসূচী শুরু হয়েছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাওঁ মেইন রোড থেকে জেলা কারাগারের সামনে প্রায় এক কিলোঃ মিটার রাস্তার চারপাশে বিভিন্ন ধরনের বহেরা ঔষধি,জাম এবং ফলজ ও গাছের চারা রোপন কাজের উদ্বোধন করেন র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কমান্ডার মো. ফয়সল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন,র‌্যাবের এ এস পি মো. আব্দুল্লাহ, জেলা কারাগারের জেলা সুপার মো. নুরশেদ,জেলার মো. মো. হাবিব, সিনিয়র ডি এ ডি মো. জাহিদুল ইসলাম,সার্জেন্ট মো.সেলিম,এস আই মো.দেলোয়ার হোসেন ও মো.নুর আহমদ প্রমুখ।
র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কমান্ডার মো. ফয়সল আহমদ বলেছেন, স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে র‌্যাব এই বৃক্ষরোপন কর্মসূচী শুরু করেছে। তিনি বলেন জলবায়ূ পরিবর্তনের কারণে পরিবেশ দূষণের ফলে নির্মল বাতাস থেকে বঞ্চিত হচ্ছে সাধারন মানুষজন । বৃক্ষ আমাদের অক্রিজেন দেয়া, ছায়া দেয়ার পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছগুলো রাস্তার পাশে কিংবা পতিত জমি ও বাড়ির আঙ্গিনায় লাগানোর ফলে এই গাছ মানব দেহেরে কল্যানসহ একটি পরিবারকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করার সুযোগ রয়েছে। এজন্য সবাইকে গাছ লাগানোর আহবান জানান তিনি। পরে বৃক্ষরোপন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের মানুষকে করোনামুক্ত রাখার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা