প্রতিদিনের সময় প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শিক্ষানুরাগী ও সমাজসেবক, সিলেটের কৃতি সন্তান প্রবাসী শেখ অলি আহাদের জন্মদিন আজ ১০ জানুয়ারি।
আজকের এই দিনে সিলেটের নিজ বাড়িতে জন্মগ্রহণ করেন। শেখ অলি আহাদ ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। রাজপথের আন্দোলন-সংগ্রামে সবর উপস্থিতি ছিল এই নেতার।
নেতাকর্মীদের ভালবাসায় আজকের দিনটি উপভোগ করছেন তিনি। এদিকে সিলেট, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া এবং বাংলাদেশের আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাই শেখ অলি আহাদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান তিনি।
শেখ অলি আহাদের জন্মদিন উপলক্ষে করোনাভাইরাসের কারণে তেমন কোন আয়োজন করা হয়নি।
You cannot copy content of this page