প্রতিদিনের সময় প্রতিবেদকঃ
কচুয়ার দুই শতাধিক অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে হাজী মুসলিম প্রধান কল্যাণ মেমোরিয়াল ফাউন্ডেশন।
বুধবার (১৩ জানুয়ারি) বিকালে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার দোজানা গ্রাম, ফতেপুর গ্রাম, এনায়েতপুর গ্রাম সহ আরো কয়েকটি গ্রামে অসহায়দের একত্রে দোজনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিব খান ইসমাইলের পরিচালনায় বিতরন কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়ার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম সিরু ডিলার। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হাই তালুকদার, মোঃ ছফি উল্লাহ তালুকদার, মোঃ মান্নান তালুকদার, মোঃ ছগির প্রধান, মোঃ বাহর আলী প্রধান, মোঃ মান্নান মজুমদার, মোঃ মাহবুব মজুমদার, মোঃ সহিদ মজুমদার প্রমুখ।
শুরুতে কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া করেন, ইমাম সাহেব বায়েজিদ বোস্তামী, নাজিম তালুকদার, মোঃ বাসু কোয়া।
ফাউন্ডেশনের পরিচালক হাবিব খান ইসমাইল বলেন, আমাদের সংগঠনটি একটি সমাজসেবামূলক সংগঠন। এর মাধ্যমে আমরা সমাজের অসহায় মানুষদের সহযোগিতা করি। পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা, রক্তদান ও অসহায় শিশুদের নিয়ে কাজ করাসহ তাদেরকে স্বাবলম্বী করার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
You cannot copy content of this page