নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে সদর বাজার বনিক সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারী) সকালে বাজারের খালেক সুপার মার্কেটের সামনে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর হয়।
নাগরপুর বাজার বনিক সমিতির আহবায়ক হাবিবুর রহমান লিটন উপস্থিত থেকে বাজারের নিরাপত্তা প্রহরী সহ ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, বাজার বনিক সমিতির উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা স্বপন কুমার সাহা, সদস্য সচিব পংকজ কুমার সাহা, সদস্য মো. সেলিম রেজা সহ বাজার বনিক সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় বাজার বনিক সমিতির আহবায়ক হাবিবুর রহমান লিটন বলেন, শীতার্ত অসহায় ছিন্নমূল মানুষের দূর্দশা লাঘবে বনিক সমিতির নিজস্ব অর্থায়নে আজকের এ ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে শীতার্ত মানুষের পাশে থাকবে নাগরপুর বাজার বনিক সমিতি।
You cannot copy content of this page