আরিফুল ইসলাম রিফাত, লোহাগাড়া (চট্টগ্রাম)
আগামীকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের লোহাগাড়ায় আসছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান।এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বিকেল ৪ টায় চট্টগ্রাম থেকে লোহাগাড়ায় আসবেন।এরপর উপজেলা পরিষদ সংলগ্ন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ পরিদর্শন করবেন।পরে সেখান থেকে উপজেলার চুনতিতে প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম এর কবর জেয়ারত করবেন।
ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খানের সাথে সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
You cannot copy content of this page