আব্দুন নূর,নেত্রকোনা প্রতিনিধিঃ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নেত্রকোনা সদর ইসলাম পুরের গরিব অসহায় ১০ জন কে নিজ তহবিল থেকে নেত্রকোনা কস্তুরি রেস্টুরেন্টে খাবার কিনে দিয়ে ভালোবাসা ভাগাভাগি করে নেন তারিফ হাসান মেহেদী।
আজ সকাল ১১ ঘটিকায় নেত্রকোনা শহরে গরীব মানুষদের মুখে খাবার তুলে দেন তিনি।
তারিফ হাসান মেহেদী বলেন, আমরা সারাদিন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে অনেক টাকা নানান ভাবে খরচ করে থাকি।আজ ভালোবাসা দিবস বন্ধু বান্ধব নিয়ে ঘুরে নানানভাবে অনেক টাকা খরচ করবো তাই আমি চিন্তা করলাম নিজের থেকে কিছু টাকা দিয়ে গরিব মানুষদের কিছু খাবার দেই।সবার মাঝে এই অল্প কিছু খবার দিয়ে অনেক ভালো লেগেছে।
খাবার পেয়ে তাদের মুখে হাসিটা দেখে আমি অনেক খুশি হয়েছি।
তারিফ হাসান মেহেদী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত।তার এ কাজের মাধ্যমে সর্বসাধারনের মাঝে অনুপ্রেরনা হয়ে থাকবে।
You cannot copy content of this page