সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ
যাদের জন্য বাংলা ভাষা পেয়েছি তেমনই একজন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। আজ ২৬ শে ফেব্রæয়ারি তার ৮৫তম জন্মবার্ষিকী। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেন তিনি। শার্শার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত হন তিনি। ১৯৩৬ সালের ২৬ ফেব্রæয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। তার বাবার নাম মোহাম্মদ আমানত শেখ ও মাতা জেন্নাতুন্নেছা)। বাল্যকালেই বাবা-মাকে হারান নূর মোহাম্মদ। প্রতিবছর বিজয় দিবস উপলক্ষে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply