1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুত্রবধুর মামলায় শ্বশুর গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুত্রবধুর মামলায় শ্বশুর গ্রেপ্তার ৬ নং ওয়ার্ডকে রাসিকের প্রথম স্মার্ট ডিজিটাল হিসেবে গড়বো বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হজযাত্রীদের বিনা মূল্যে দেওয়া হচ্ছে হজ গাইড ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের জন্মদিন আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ: হাসান ইকবাল রায়গঞ্জে ২টি মুদি দোকানে আগুন, প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পল্লী বিদ্যুৎতের অবহেলায় জুটমিল কর্মীর মর্মান্তিক মৃত্যু শেখ হাসিনা ম্যজিকে বদলে গেছে বাংলাদেশ, এটা আসলেই একেবারেই যথার্থ: হাসান ইকবাল ঠাকুরগাঁওয়ে জোড়পূর্বক মিলচাতাল দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

তাড়াশে বিধবার জায়গা দখলের ‘পাঁয়তারা’

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ১৩৭ জন পড়েছেন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে হিন্দু সম্প্রদায়ের বিউটি সরকার নামে এক বিধবার জমি দখল করে নেওয়ার ‘পাঁয়তারা’ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে। নিজের জমি রক্ষা করতে স্থানীয় লোকজন ও গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেছেন তিনি। উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সরজমিনে শুক্রবার (১৬ এপ্রিল) সকালে গিয়ে দেখা যায়, ভাঙ্গুড়া উপজেলার করতকান্দি গ্রামের মৃত. গোপিনাথ সরকারের বিধবা স্ত্রী বিউটি সরকারের নওগাঁ বাজার এলাকায় ৫৮শতক জায়গায় গাছ লাগানো ও চারপাশে কাটাতারের বেড়া দেয়া হয়েছ। সেই জায়গার উত্তর পাশে কাটাতার ভেঙ্গে দিয়ে প্রতিবেশি সাবেক ইউপি সদস্য সিদ্দিক আলী জোরপুর্বক সেই জায়গা দখল করার চেষ্টা করেছেন।

বিধবা বিউটি সরকার বলেন, নওগাঁ বাজার এলাকায় ৫৮শতক জমি কিনি। গত ৩ বছর আগে আমার স্বামী মারা গেছেন। কিন্তু সাবেক ইউপি সদস্য সিদ্দিক আলীসহ কয়েকজন আমার এই জমি দখলের জন্যে উঠে পড়ে লেগেছে। আমাকে নানাভাবে তারা ভয়ভীতি দেখাচ্ছে। আমি শান্তিপূর্ণভাবে আমার জমি ভোগ দখল করতে চাই। তিনি আরও বলেন, আমি এর আগে চেয়ারম্যান, থানা পুলিশসহ গন্যমান্য ব্যাক্তিদের কাছেও অভিযোগ করেছিলাম। পরে তারা আমার জায়গা মাপ দিয়ে চারপাশে কাটাতারের বেড়া দিয়ে দেন।

এদিকে, ওই জায়গার পাশে বাউ-ারী ঘেষে আবুল কালাম নামের এক ব্যাক্তি জোরপুর্বক বিল্ডিং নির্মাণ করছেন। সে পেছনের বাড়ির লোকজনের যাতায়াতের জন্য কোন রাস্তা রাখেনি। তাই সাবেক ইউপি সদস্য সিদ্দিক আলী অসহায় বিধবা নারীর জায়গা দখল করার চেষ্টা করছেন।

এ বিষয়ে নওগাঁ গ্রামের সাবেক ইউপি সদস্য সিদ্দিক আলী জায়গা দখল সংক্রান্ত কোন মন্তব্য করবেন না বলে জানান।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা