1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুত্রবধুর মামলায় শ্বশুর গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুত্রবধুর মামলায় শ্বশুর গ্রেপ্তার ৬ নং ওয়ার্ডকে রাসিকের প্রথম স্মার্ট ডিজিটাল হিসেবে গড়বো বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হজযাত্রীদের বিনা মূল্যে দেওয়া হচ্ছে হজ গাইড ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের জন্মদিন আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ: হাসান ইকবাল রায়গঞ্জে ২টি মুদি দোকানে আগুন, প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পল্লী বিদ্যুৎতের অবহেলায় জুটমিল কর্মীর মর্মান্তিক মৃত্যু শেখ হাসিনা ম্যজিকে বদলে গেছে বাংলাদেশ, এটা আসলেই একেবারেই যথার্থ: হাসান ইকবাল ঠাকুরগাঁওয়ে জোড়পূর্বক মিলচাতাল দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

কাপাসিয়ায় অনলাইনে জমে উঠেছে গরুর হাট

নিজস্ব প্রতিবেদক
  • সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৬৯ জন পড়েছেন
করোনা পরিশ্রিতির কথা বিবেচনা করে খামারের সামনে তৈরি করা হয়েছে ছবি তোলার জন্য আলাদা একটি জায়গা। পিছনে তাদের খামারের নামসহ একটি সাইনবোর্ড। প্রয়োজন অনুযায়ী তোলা হচ্ছে ছবি ও ভিডিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখানো হচ্ছে গরুর সে ছবি ও ভিডিও। চলছে দর-কষাকষি। ক্রেতা-বিক্রেতার মধ্যে দাম ঠিক হলেই বিক্রি হয়ে যাচ্ছে গরু। ট্রাকে করে গরু পৌঁছে দেওয়া হচ্ছে ক্রেতার ঠিকানায়। ঈদুল আজহা উপলক্ষে অনলাইনে গরু বিক্রি করছেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার বৃহৎ খামার হ্যান্ডশ্যক এগ্রো।
করোনা পরিস্থিতিতে ক্রেতা না পেয়ে খামার কর্তৃপক্ষ কয়েকদিন ধরে এভাবেই গরু বিক্রি করছে। করোনা পরিস্থিতির কারণে এলাকার কোরবানির পশুর হাটে কেনাবেচা একেবারেই কম। এই পরিস্থিতিতে হ্যান্ডশেক এগ্রোর মতো বেশ কয়েকজন খামারমালিক ঘরে বসেই অনলাইনে গরু বিক্রির উদ্যোগ নিয়েছেন।
এতে সাড়াও মিলেছে বেশ। হ্যান্ডশেক এগ্রোর চেয়ারম্যান আসাদুজ্জামান ভূইয়া রুবেল জানান, তিনি দীর্ঘদিন ধরে খামার চালাচ্ছেন। চলতি মৌসুমে কোরবানির জন্য শতাধিক গরু পালন করেছেন। এর মধ্যে প্রায় ১শ গরু বিক্রির উপযোগী হয়েছে।
বৈশ্বিক মহামারি করোনার কারণে গতবারের মত এবারও অনলাইনে গরু বিক্রি করা শুরু করেন। মাত্র ১৫ দিনে তাঁর ৩০টি গরু বিক্রি হয়েছে। প্রত্যাশা অনুযায়ী দামও পাচ্ছেন। বাকি গরু গুলো বিক্রির জন্য দামদর চলছে। তিনি আরো জানান, রয়েছে হোম ডেলিভারি ব্যবস্থা। এতে ঈদের ২-৩ দিন আগে তারা গরু পৌঁছে দেবেন ক্রেতার ঠিকানায়। চাহিদা অনুযায়ী গরু জবাই করে গোসত দেওয়া হবে। করোনা পরিশ্রিতির কারণেই এ সেবা বলে জানান তিনি।
১ লাখ ২৫ হাজার টাকা দিয়ে হ্যান্ডশেক এগ্রো থেকে অনলাইনে গরু কিনেছেন নিজামুল হক গনি। তার বাসা ঢাকার মুগদায়। তিনি বলেন, গরু কিনেছি কয়েকদিন আগে কিন্তু ঈদের আগের দিন বাসায় নেব। তাদের গরুগুলো বেশ ন্যাচারাল।
  1. উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার ডা. রাশেদুজ্জামান মিয়া জানান, কাপাসিয়া গরু খামারের জন্য খ্যাতি রয়েছে। উপজেলায় প্রায় ৮০০টি গরু খামার রয়েছে। এসব খামারে চলতি বছর প্রায় ৯ হাজার গরু পালন করা হচ্ছে। দুধ উৎপাদনের পাশাপাশি এসব খামারে গরু মোটাতাজাকরণ কার্যক্রম চলে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে খামারগুলোতে সেভাবে ক্রেতার দেখা মিলছে না। এ কারণে স্থানীয় খামারিরা অনলাইনে গরু বিক্রির সিন্ধান্ত নেন। উপজেলার সবচেয়ে বড় খামার হ্যান্ডশেক এগ্রো বেশ কয়েকদিন আগে থেকেই গরু বিক্রি করছে। আমরা তাদের সহযোগিতা করছি।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা