চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে বনফুল এন্ড কোম্পানি লিমিটেডের শো-রুম উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার (১৬ জুলাই) চুনতি বাজারস্থ হাজী শপিং কমপ্লেক্সের নিচ তলায় অবস্থিত শো-রুমটি উদ্বোধন করা হয়।
এদিন দোয়া মাহফিল, ফিতা এবং কেক কেটে শো-রুমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এতে, উদ্বোধক ছিলেন বনফুল এন্ড কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন, বিশেষ অতিথি উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ফজলে এলাহী আরজু, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ চৌধুরী, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীন, হাজী শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী নূর মোহাম্মদ, চুনতি বাজার বনফুল এন্ড কোম্পানি লিমিটেডের স্বত্বাধিকারী মোহাম্মদ ইকবাল আজম প্রমুখ।
প্রতিদিনেরসময়/রিফাত
You cannot copy content of this page