সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালী, চাঁদপুর, শরীয়তপুর, চট্টগ্রাম, মৌলভীবাজার ও জামালপুরের অনেক এলাকায় পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে আজ।
মঙ্গলবার সকাল ৯টায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাত পরিচালনা করেন বদরপুর দরবার শরীফ জামে মসজিদের পেশ ইমাম মাও. মো. আবদুল গনি। মুসল্লিরা নামাজ শেষে পশু কোরবানি করেন।চাঁদপুরে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সাদ্রা দরবার শরীফ, সাদ্রা হামিদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে। সাদ্রা গ্রামে অনুষ্ঠিত হয় ৭টি ঈদের জামাত।
এদিকে, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইরাক, মিশরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে ঈদুল আযহা।
মধ্যপ্রাচ্য ছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশেও আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা।
You cannot copy content of this page