ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার বিকেলে উপজেলা মিলনায়তনে কেক কেটে চার বারের লাল সবুজের সফল রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করেছেন ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ। পরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ খানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজা মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আরজু, মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব, দপ্তর সম্পাদক সিএম শামীম, আসাদুজ্জামান পারভেজ, মোঃ দেলোয়ার হোসেন, যুবলীগ সভাপতি মামুন অর রশিদ, সাধারন সম্পাদক শেখ শাহিন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল আমীন, কাউলিবেড়া ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া, নুরুল্লাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর মোশাররফ হোসেন, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুদ্দুস মাতুব্বর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
You cannot copy content of this page