1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন

আজ নড়াইলে এসএম সুলতান নৌকা বাইচ

জেলা প্রতিনিধি নড়াইল
  • সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৪৫০ জন পড়েছেন

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ ২ অক্টোবর শনিবার নড়াইলের চিত্রা নদীতে এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে “বিশ্ব পর্যটন দিবস এস এম সুলতান নৌকা বাইচ” প্রতিযোগিতা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিং এ জানানো হয়, আগামী ২রা অক্টোবর চিত্রা নদীতে বিশ্ব পর্যটন দিবস-২০২১ পালন উপলক্ষে দেশের বিভিন্ন জেলার নৌকার অংশগ্রহনে নড়াইল শহরের শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্র্যন্ত “বিশ্ব পযটন দিবস এস এম সুলতান নৌকা বাইচ” প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, এমপি।

প্রতিযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বি,এম কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো: মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল পৌর সভার মেয়র আঞ্জুমান আরা। সভাপতিত্ব করবেন নড়াইলের জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান।

এ প্রতিযোগিতায় টালাই ও কালাই ২ গ্রুপে মোট ১৫ টি নৌকা অংশ গ্রহণ করবে।

মো জান্নাতুল বিশ্বাস/নড়াইল/প্রতিদিনের সময়

 

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

%d bloggers like this: