প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ১২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২২, ৫:১৭ অপরাহ্ণ
 ঠাকুরগাঁয়ে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন   
  
         
  
        
    
    সুজন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৪র্থ বষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ মার্চ)  বিকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব ভি আই পি  হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিপক কুমার।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী অফিসার  আবু তাহের মোঃ সামশুজ্জামান,  জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান  নজরুল ইসলাম সপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারন সম্পাদক  লুতফর রহমান মিঠু, পৌর আওয়ালীগের সভাপতি একরামুল হক একরাম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ।
বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য অল্প দিনের ব্যবধানে জনপ্রিয় খবরের কাগজ হিসেবে পরিচিতি লাভ করেছেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি সেই জন্য পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সাথে দৈনিক দেশ রুপান্তর পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সদস্য ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
 
 
    
        
             © 2024 Probashtime