সেলম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ- যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় ১০টি সোনার বারসহ মনিরুজ্জামান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আজ রোববার সকালে নাভারন এলাকা থেকে সোনার বারসহ তাকে আটক করা হয়। আটক মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে। যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি এক স্বর্ণ পাচারকারী ঢাকা থেকে ১০ সোনার বার নিয়ে ভারতে পাচারের জন্য গাড়িতে করে বেনাপোলের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে নাভারন বাজারে গাড়িটি থামিয়ে মনিরুজজামানকে তল্লাশি করে ১০টি সোনার বারসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ...
13
সেলম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ-
যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় ১০টি সোনার বারসহ মনিরুজ্জামান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আজ রোববার সকালে নাভারন এলাকা থেকে সোনার বারসহ তাকে আটক করা হয়। আটক মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে।
Thank you for reading this post, don't forget to subscribe!
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি এক স্বর্ণ পাচারকারী ঢাকা থেকে ১০ সোনার বার নিয়ে ভারতে পাচারের জন্য গাড়িতে করে বেনাপোলের দিকে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে নাভারন বাজারে গাড়িটি থামিয়ে মনিরুজজামানকে তল্লাশি করে ১০টি সোনার বারসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।