
আমেরিকার ঐতিহ্যবাহী সংগঠন সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ২০২২- ২০২৪ দুই বছরের জন্য তাদের নতুন নেতৃত্ব বেছে নিয়েছে। সিলেট সদর থানা এসোসিয়েশনের আহবায়ক কমিটি এবং সকল সাবেক নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে দক্ষ সংগঠক রানা ফেরদৌসীকে সভাপতি এবং দুরুদ মিয়া রনেলকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!কমিটির অন্য সদস্যরা হলেন
সহ সভাপতি নাসিম চৌধুরী,জুবায়ের চৌধুরী শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ,মেহরাজ ফাহমী, সাংগঠনিক সম্পাদক মিনহাজ চৌধুরী, কোষাদক্ষ রাজীব খান, হিমেল চৌধুরী সোহেল প্রচার সম্পাদক, সুবিন পুরকায়স্থ দপ্তর সম্পাদক, জ্যোতির্ময় দত্ত আইন এবং আন্তর্জাতিক সম্পাদক, জাকির হোসেন সাহিত্য সম্পাদক,
সারওয়ার চৌধুরী ক্রীড়া সম্পাদক, সেলিনা উদ্দিন মহিলা সম্পাদক, ডালিয়া সারওয়ার সহ মহিলা সম্পাদক, কার্যকরী সদস্য জুয়েল চৌধুরী,জাবেদ আহমেদ বাবু,একঠের হোসেন টিপু,জয় দেব।
এ ব্যাপারে আহবায়ক কমিটির সাথে যোগাযোগ করলে তারা জানান সিলেট সদর থানা এসোসিয়েশনের জন্মলগ্ন থেকে জড়িত সকল নেতৃবৃন্দ এবং সিলেট সদরের সকল মুরব্বিদের উপদেশ নিয়ে এই এই কমিটি নির্বাচন করা হয়েছে।
নতুন নেতৃত্ব অতীতের মতো আরো বেগবান গতিতে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।