1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
বিএসটিআই’র মোবাইল কোর্টের অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন হয়েছে- মাজহারুল সুজন বিএসটিআই’র অভিযানে জরিমানা ও অবৈধ খাদ্য সরঞ্জাম ধ্বংস বীর মুক্তিযোদ্ধা মাহাবুব জামান ভুলুর মৃত্যু বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ভূল্লী থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার শেখ হাসিনা ক্রীড়াবান্ধব সরকার-সুজন বাংলাদেশে নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনেই,নাগরপুরে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে: হাসান ইকবাল ঠাকুরগাঁও ২ আসন আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী টগরের জনসংযোগ জনগনের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে-সুজন

স্বপ্নকে বাস্তবে পরিণীত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: ইউসুফ আলী (পিন্টু)

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১০৫ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ

পদ্মা সেতু আমাদের আমাদের অহংকার, জাতীয় ঐক্যের প্রতীক এবং যে রকমের যে রকমের অঙ্গিকার নিয়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতু বাস্তবায়নে এই কাজটি করেছেন সেটি সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের সমৃদ্ধির ইতিহাসে, সোনার বাংলা গড়ার ইতিহাসে পদ্মা সেতু একটা মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, জর্জিয়া স্টেটের আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী (পিন্টু) বলেন, পদ্মা সেতু একটি স্বপ্ন, একটি অঙ্গীকার, একটি প্রতিশ্রুতি বাস্তবায়নের ইতিহাস। যার সাফল্য আমাদের জননেত্রী শেখ হাসিনা। কয়েক বছর আগে পদ্মা সেতুর কার্যক্রম শুরু হওয়ার ঠিক প্রাক্কালে কল্পিত দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক যখন পদ্মা সেতুতে অর্থায়নের সিদ্ধান্ত বাতিল করে সেই সময় বিশ্বব্যাংক তাদের সিদ্ধান্তের পক্ষে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে মর্মে পর্যাপ্ত তথ্য-উপাত্ত প্রদান করতে ব্যর্থ হয়েছিল। সেই সময়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি কোনো কল্পিত দুর্নীতির অভিযোগের স্বীকৃতি প্রদান করেননি। তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন যে তিনি সেই সব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন যদি বিশ্বব্যাংক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন করতে পারে। বিশ্বব্যাংকের সেই কল্পিত দুর্নীতির অভিযোগ পরে আদালতের মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়েছে। কিন্তু বিশ্বব্যাংক ইতোমধ্যে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দেয়। বিশ্বব্যাংক সম্ভবত বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও সাহস সম্বন্ধে আঁচ করতে পারে নাই। শেখ হাসিনা কারো কাছে মাথা নত করার ব্যক্তি না। তাঁর ধমনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত প্রবাহিত। বিশ্বব্যাংক বুঝতে ভুল করেছে। বঙ্গবন্ধু বলেছিলেন আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না। তাঁর কন্যা সেই কথা প্রমাণ করেছেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

%d bloggers like this: