নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও নাগরপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আক্তারুজ্জামান বকুল এর মাতা মোছা. ফজিলা খাতুন (৭৭) মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ১০ দিকে নাগরপুর সদর হাসপালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শনিবার সকাল ১০টায় মধ্য বাবনাপাড়া কবর স্থানে তার দাফন কার্য সম্পর্ণ করা হয়।
ফজিলা খাতুন বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তিনি ৫ ছেলে ৪ মেয়ে ও নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসে।
সাংবাদিক আক্তারুজ্জামান বকুল এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নাগরপুর প্রেসক্লাব ও নাগরপুর রিপোর্টার্স ইউনিটিতে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমাকে মহান আল্লাহ যেন জান্নাত বাসী করেন এই দোয়া করেন সকলে।
You cannot copy content of this page