নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের কাওয়াখোলা গ্রাম থেকে ৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন জেলা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় কাওয়াখোলা এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ৫০ গ্রাম হেরোইনের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত হলেন,মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বরাইগ ইউনিয়নের আগ সাভার গ্রামের জয়নাল আবেদিনের ছেলে তুষার আহম্মেদ জামাল (৩৫)।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ) এর এসআই মোঃ নুরুজ্জামান এর নের্তৃত্বে এই অভিযানে অংশ নেন কনস্টেবল মোঃ মফিজুর রহমান, মোঃ কামরুজ্জামান, এবং মোঃ আতাহার আলী।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাগরপুর থানায় মাদক আইনে মামলা রজু করা হয়েছে।
You cannot copy content of this page