নিজস্ব প্রতিনিধিঃ আগস্ট মাস শোকের মাস, এই মাসের বাংলাদেশে সংঘটিত হয়েছে ইতিহাসের ভয়াবহ হত্যাকান্ড ও নারকীয় গ্রেনেড হামলা। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ধাতব চক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক বিশ্বের লাঞ্চিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা বাংলা ও বাঙালি হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালি নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হন। আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী মহানগর শাখা।
আগামী ১৫ই আগস্ট রোজ সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছেন রাজশাহী মহানগর যুবলীগ। বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক- মাহমুদ হাসান খান চৌধুরী ইতু।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ আগস্ট সূর্যদয়ের সাথে সাথে নগর যুবলীগের সকল ইউনিটের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাচ ধারন করা হবে । বঙ্গবন্ধুর ভাষণ ও কোরআন তেলাওয়াত প্রচার করা হবে। সকাল ৯ টা ৩০ মিনিটে নগর আওয়ামী লীগের কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল ১০ টা ৩০ মিনিটে নগর আওয়ামী লীগের সাথে একত্মতা প্রকাশ করে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে শোক মিছিলে অংশগ্রহন।
এছাড়াও ১৭ই আগস্ট রোজ বুধবার সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বিকাল ৪ঃ০০ টায় গণকপাড়া মোড়, জয় বাংলা চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে সাহেব বাজার প্রদক্ষিণ করে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নগর আওয়ামী লীগের কর্মসূচির সাথে অংশগ্রহণ।
এদিকে ২১ আগস্ট রোজ রবিবার গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে নগর যুবলীগের সকল ইউনিটের জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাচ ধারণ।
বিকাল ৫:০০ টায় নগর আওয়ামী লীগের সাথে একাত্মতা প্রকাশ করে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ।
আগামী ২৪ আগস্ট রোজ বুধবার সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভি রহমানের মৃত্যুবার্ষিকী। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১০ টায় আইভি রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।
উপরোক্ত দলীয় কর্মসূচি বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখার সভাপতি মোঃ রমজান আলী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বাচ্চু’র নির্দেশে নগর যুবলীগের সকল নির্বাহী সদস্য, ওয়ার্ড যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক সহ সকল নেতা কর্মীকে যথা দিনে, যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচির সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply