শাহিনুর রহমান সোনা, রাজশাহীঃ জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদ সকালে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও সন্ধ্যায় আলোচনা সভা করেছে।
সোমবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ৭টায় নগরীর রাজশাহী কলেজে বঙ্গবন্ধু’র ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ
করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, সাধারণ সম্পাদক ব্রজেন্দ্র নাথ প্রামানিক, সহ-সভাপতি অধ্যক্ষ রাজকুমার সরকার, অজিত কুমার মন্ডল ও আফরোজা আহমদ, সহ-সাধারণ সম্পাদক বিধান চন্দ্র সরকার,কোষাধ্যক্ষ সন্তোষ কুমার, সম্পাদক রতন কুমার ভট্টাচার্য, সেলিনা বানু, তরুন ধর, ইসরাত জাহান সাথী, সদস্য মতিউর রহমান প্রমুখ।
সন্ধ্যা ৭টায় অধ্যক্ষ রাজকুমার সরকারের সভাপতিত্বে ও সেলিনা বানুর সঞ্চালনায় “১৫ আগষ্ট ও বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, সহ-সভাপতি অজিত কুমার মন্ডল ও ড. রাজিব ব্যানার্জী, সাধারণ সম্পাদক ব্রজেন্দ্র নাথ প্রামানিক,সদস্য শান্তি রঞ্জন ভৌমিক প্রমৃখ। সভায় “১৫ আগষ্ট ও বঙ্গবন্ধু” শীর্ষক লেখা উপস্থাপন করেন সহ সাধারন সম্পাদক বিধান চন্দ্র সরকার।
Like this:
Like Loading...
জাতীয় শোক দিবসের অনুভূতি হৃদয়ে ধারণ করি।