নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে মোটরসাইকেলর জন্য আরিফকে হত্যা করে চাচাতো ভাই জাহাঙ্গীর।
গতকাল শুক্রবার বিকেলে পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার তিল্লী ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরিফ নাগরপুর সদর ইউনিয়নের নঙ্গিনাবাড়ী গ্রামের সৌদি প্রবাসী মো. হোসেন মিয়ার ছেলে। সে টাংগাইল কাগমারীর সরকারি এমএম আলী কলেজের বিএ (অনার্স) প্রথম বর্ষের ছাত্র।
এ ব্যাপারে নাগরপুর থানায় নিখোঁজ হওয়ার দুইদিন পর (১০ আগস্ট) নিহতের চাচা মো. হাসান মিয়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
পুলিশের দেওয়া তথ্য মতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ জাহাঙ্গীর মিয়া জানায়, সে আরিফকে ফুসলিয়ে বাড়ি হতে বের করে নিয়ে হত্যা করে তার ব্যবহৃত মোটর সাইকেলটি অপর আসামী মো: হাফিজুর রহমান রনি এর নিকট বিক্রয় করে। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আসামী মোঃ জাহাঙ্গীর মিয়া কে সহগামী করে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন তিল্লি ব্রীজের নিচে ছন-কাশিয়ার মধ্যে হতে আরিফ হোসেন এর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে একই আসামীর দেওয়া তথ্য অনুযায়ী আরিফের ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি নাগরপুর থানা এবং ডিবি (দক্ষিন)টাঙ্গাইলের চৌকস টিমের সমন্বয়ে অপর আসামী মোঃ হাফিজুর রহমান রনি কে গ্রেফতার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের ভিত্তিতে বিজ্ঞ আদালত আসামীদ্বয়কে জেল হেফাজতে প্রেরণ করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, নাগরপুর উপজেলার নঙ্গিনাবাড়ী গ্রামের দারোগ আলীর ছেলে মো. জাহাঙ্গীর এবং দেলদুয়ার উপজেলার দুল্লা গ্রামের মোকছেদুর রহমানের ছেলে মো.হাফিজুর রহমান।
Leave a Reply