নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ধুবড়িয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে তিরছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। শ্রী নির্মল তরফদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান খান শাকিল। দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি শ্রী বাবু স্বপন কুমার সাহা। মহাদেব চন্দ্র শীলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক শ্রী রামকৃষ্ণ সাহা রামা। আরো বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আরুক মুন্সী, ইউপি সদস্য আলতাব হোসেন প্রমুখ। এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ এলাকার পূজারিরা উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা বলেন, পর্যায়ক্রমে নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
Leave a Reply