ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি দরের চালের তালিকা থেকে অন্যায়ভাবে প্রকৃত হতদরিদ্রদের নাম বাদ দেয়ার প্রতিবাদে মানববন্ধন করে প্রতিবাদ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের আখানগর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে আখানগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, আখানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাসিবুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৃহবধূ ফেনসি আক্তার, রাবেয়া বেগম, খাদেমুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, স্থানীয় চেয়ারম্যান রোমান বাদশা খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি দরের চালের তালিকা থেকে অন্যায়ভাবে প্রকৃত হতদরিদ্রদের নাম বাদ দিয়েছে। ঐ চেয়ারম্যান মোটা অঙ্কের টাকার বিনিময়ে যারা হতদরিদ্র না তাদের নাম তালিকায় সংযুক্ত করেছে। আমরা চাই প্রকৃত হতদরিদ্র মানুষরা এই চাল পাবেন। অনিয়ম ভাবে তৈরি করা তালিকা সংশোধনের দাবি করেন তারা।
এ বিষয়ে আখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোমান বাদশার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ১০ টাকা কেজি দরের চালের তালিকায় কোন অনিয়ম হয়নি। স্বচ্ছতার মাধ্যমে তালিকা করা হয়েছে।
You cannot copy content of this page