নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা হল রুমে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনের পরিচলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান খান ইরান, সদস্য নাবিলা নুহাত চৈতী, শারাফাত উল্লাহ্ , টাঙ্গাইল জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন প্রমুখ। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply