নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
“শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শহিদ শেখ রাসেল দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে দিবসটি পালন করা হয়।
মঙ্গলবার(১৮ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর ব্যাক্তিগত কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে নাগরপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজিম হোসেন রতন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সজিব মিয়ার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.বাবর আল মামুন এবং সাধারণ সম্পাদক মো.ফারুক হোসেন,উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো.তারিকুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন, নাগরপুর থানা মসজিদের ইমাম মো.আব্দুল ছামাদ।
Leave a Reply