
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে নারীর কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচদিন ব্যাপী ফুড কার্ভিং প্রস্তুতকরণ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার দুপুরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই) ঠাকুরগাঁও শহরের তাতীপাড়া এলাকার কারুপণ্যের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়।
সমাপনী অনুষ্ঠানে কারুপণ্যের স্বত্বাধিকারী চন্দনা ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ফুড কার্ভিং প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক আবিদা সুলতানা।
গত ৮ নভেম্বর ঠাকুরগাঁওয়ে ফুড কার্ভিং প্রস্তুতকরণ’ প্রশিক্ষণের শুরু হয় এবং ১২ নভেম্বর শেষ হয়। এই প্রশিক্ষণে ৩৩ জন নারী অংশগ্রহণ করেন।
সমাপনী বক্তব্য শেষে প্রশিক্ষণের অংশগ্রহণকারী নারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন অতিথিরা।