নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি নাগরপুর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক সম্মেলন ২০২২-২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি নাগরপুর উপজেলা শাখার আয়োজনে এ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন, বাপুস টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক মো. ইমরুল ভূইয়া। বাপুস নাগরপুর উপজেলা শাখার সভাপতি হাজী মো. গোলাপ খানের সভাপতিত্বে ও শাহিন লাইব্ররী কর্নধর বাপুস নাগরপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. আক্তারুজ্জামান বকুল এর পরিচলনায় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাপুস টাঙ্গাই জেলা শাখার সভাপতি মো. সহিদুল ইসলাম খান। সম্মেলনে আরো বক্তব্য রাখেন, বাপুস টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব আবু জাফর, অতিরিক্ত সাধারন সম্পাদক মো. আরশাদ হোসেন, বাপুস টাঙ্গাইল জেলা শাখার নীতিমালা বাস্তায়ন কমিটির আহবায়ক মো. মোর্শেদ আলী খান মাছুম, সদস্য সচিব মো. আলভী মাহমুদ, বাপুস টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাজ্জাদ হোসেন , কোহিনুর লাইব্ররী কর্নধর একে এম ফরিদুরজ্জামান কোহিনুর প্রমুখ। সম্মেলনে বিনাপ্রতিদ্ধিতায় আক্তারুজ্জামান বকুল সভাপতি নির্বাচিত হন। সাধারন সম্পাদক পদে দুইজন প্রার্থীর মধ্যে মো. আরশাদ হোসেন ৯ ভোট বেশি পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন। কোষাধক্ষ্য পদে আলীম বিন শামস ও নীতিমালা বাস্তবায়ন কমিটির আহবায়ক একে এম ফরিদুরজ্জামান কোহিনুর এবং সদস্য সচিব জহিরুল ইসলাম জিকো নির্বাচিত হন।
You cannot copy content of this page