মোঃ-সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ-
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ প্রসাধনীসহ দুইজনকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত আসামীরা হলো, ছোট আঁচড়া (মধ্যপাড়া) গ্রামের আব্দুল সাত্তারের ছেলে রবিউল ইসলাম রবি (২৮) ও বড় আঁচড়া (গেট পাড়া) গ্রামের মৃত আব্দুর রব এর ছেলে মিনারুল ইসলাম কাজল (২০)।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, বড় আঁচড়া গ্রামস্থ মাহমুদুল হাসান নাবিলের কম্পিউটার দোকানের সামনে ফাঁকা জায়গা থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রসাধনী সহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের মূল্য ২ লাখ ৫২ হাজার ৭শত টাকা।
চোরাকারবারিরা চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার সময় বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদেরকে আটক করে। আটক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
You cannot copy content of this page