নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে ফুপুর ওয়ারিশের সম্পত্তি নিজ নামে ক্রয় করায় পিতার রোষানলে পড়েছে দুইপুত্র। ক্রয় করা সম্পত্তি ভোগ দখল করতে যাওয়ায় ছেলেদের বিরুদ্ধে পিতা একাধিক মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে নাগরপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিতার বিরুদ্ধে এমন অভিযোগ করেন দুই পুত্র।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. ছাত্তার মিয়া অভিযোগ করেন, তার দাদার সম্পত্তি থেকে ওয়ারিশান সুত্রে প্রাপ্ত হয়ে যথারীতি শুদ্ধনামে রেকর্ড প্রাপ্ত হইয়া ফুপু রহিমা খাতুন ও দাদী কেসবজান ১৫০ শতক জমি তার এবং বড় ভাই ছেকান আলীর নামে সাব কওলায় দলিল করে দেন। ফুপুর নিকট থেকে জমি কেনার পর থেকে তার বাবা আফাজ উদ্দিন আক্রোশ বশত নানা ভাবে হয়রানি করছে এবং দখলচুৎত করতে নানা রকম মিথ্যা মামলা দিয়ে তাকে সহ পরিবারকে হয়রানি করছে বলে ও সংবাদ সম্মেলনে তিনি বলেন।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,বড় ভাই ছেকান আলী ও স্ত্রী নাছরিন আক্তার, ছাত্তারের স্ত্রী সামছুন্নাহার ছেলে সাকিব সহ সুমন ও রিতু আক্তার।
এপ্রসঙ্গে জানতে চাইলে পিতা আফাজ উদ্দিন জানান,তার বোনের নামে ৪ দাগে জমির রেকর্ড হয়েছে। এই ৪ দাগের জমি দিতে আমার আপত্তি নাই। কিন্তু তার দুই ছেলে বাড়ীর দাগের জমি অন্যায় ভাবে দাবী করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।
Leave a Reply