 
																
								
                                    
									
                                 
							
							 
                    
ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়বার প্রত্যয় যখন ঘোষণা করা হয় তখন অনেকেই এটা নিয়ে হাসি তামাসা করেছেন কিন্তু আজ ডিজিটাল বাংলাদেশের সুফল সবাই ভোগ করছে। করোনার সময় যখন সমগ্র বিশ্ব অবরুদ্ধ হয়ে পড়েছিল ঠিক তখনি আমাদের ডিজিটাল ভিত্তি থাকার কারণে আমাদের দেশ রক্ষা পেয়েছিল। এর কৃতিত্ব দিতে হবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও তার পুত্র এবং তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে। এইযে উত্তরাধিকার এর মাধ্যমে আমরা পৌঁছে যাবো স্মার্ট বাংলাদেশের রুপায়নে। আমাদের লক্ষ্য ২০৪১ সালের উন্নত বাংলাদেশে পরিণীত হতে চাই। বিশ্ব দরবারে আমরা স্থায়ীভাবে আমাদের মর্যাদা প্রতিস্থাপন করতে চাই। সেই নিরিখেই স্মার্ট বাংলাদেশ আমাদের অনেক দূরে এগিয়ে দিবে।
Leave a Reply