
সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাস্থ বড়গাঁও ইউনিয়নের বড়গাঁও মধ্যপাড়া গ্রামের আল আদিল (১৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার (২ মার্চ) সকালে যুবকের নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ, এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, বড়গাঁও মধ্যপাড়া গ্রামের মাহামুদ হাসান মানিকের ছেলে আল আদিল গতকাল বুধবার রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন শয়নকক্ষের দরজা খুলে দেখেন, ঘরের শরের সঙ্গে দড়ি পেঁচিয়ে তিনি ঝুলছেন। পরে ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ভূল্লী থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম আতিকুর রহমান বলেন, আমরা ওই যুবকের নিজ ঘরের শরের সঙ্গে দড়িতে ঝুলন্ত লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে ধারণা করছি পারিবারিক মান-অভিমানের জেরে সে আত্মহত্যা করেছে।