নড়াইলে মাদকাসক্ত দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (১২ মার্চ) অপরাহ্ণে জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকাসক্ত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল সদর উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের শ্বশান রায়ের ছেলে পিয়াস রায় (১৮) ও একই উপজেলার সীতারামপুর গ্রামের বিপ্লব পোদ্দারের ছেলে গোপাল পোদ্দার (২০)।
গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ বিচারক তাদের প্রত্যেককে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ও ১,০০০ টাকা করে জরিমানা করেন।
সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
Leave a Reply