
নড়াইলে মাদক মামলায় ৮ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো: আরমান কাজীকে (২৩) গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ। শনিবার (২৯ এপ্রিল) তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সদর উপজেলার মাছিমদিয়া গ্রামের ইরান কাজীর ছেলে।
Thank you for reading this post, don't forget to subscribe!পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ২৯ এপ্রিল ভোরে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মো: ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) ফিরোজ ইফতেখার সঙ্গীয় ফোর্সসহ আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় Robust Policing কার্যক্রম অব্যাহত রয়েছে।#