অভিজিত ঘোষ (জন্ম তারিখ- ২৯/১২/১৯৯৯ ইং), এনআইডি নং- 8260746220, পিতা- অজিত ঘোষ, মাতা- শঙ্করী ঘোষ, স্থায়ী ঠিকানা: গ্রাম- বিষ্ণুপুর, ডাকঘর- নড়াইল-৭৫০০, থানা/উপজেলা নড়াইল সদর, জেলা- নড়াইল, বর্তমান ঠিকানা: সাং- পশ্চিম ভূরুলিয়া, ডুয়েট (মুক্তিযোদ্ধা মেস বাসার ভাড়াটিয়া), থানা- সদর, গাজীপুর মহানগর, গাজীপুর। এই মর্মে সাধারণ ডায়েরী করার আবেদন করছি যে, গত ০২/০৯/২০২৩ ইং তারিখ বিকাল আনুমানিক 8:00 ঘটিকার সময় আমি অত্র সদর থানাধীন পশ্চিম ভূরুলিয়া থেকে শিমুলতলী বাসস্ট্যান্ডে যাওয়ার পথে যে কোন স্থানে আমার বাংলাদেশ কারগরি শিক্ষা বোর্ড, আগারগাঁও ঢাকা-১২০৭ এর ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল টেকনোলোজি ৮ম পর্ব পরীক্ষা পাসের মূল নম্বর পত্র, যার রোল নং- ৯৫৭০০৯, রেজি: নং- ৮৩৭৭২৪, পরীক্ষা পাসের সন ২০২১ ইং শিক্ষা প্রতিষ্ঠান- নড়াইল পলিটেকনিক ইনস্টিটিউট, নড়াইল সদর, নড়াইল। – সিজিপিএ-৩.৮৩, উক্ত নম্বর পত্র থানা হারিয়ে যায়। বহু খোঁজাখুঁজি করেও আমার উপরোক্ত নম্বর পত্রটি পাওয়া যায় নাই। বিষয়টি সাধারণ ডায়েরী করা একান্ত প্রয়োজন।
কোন সহোদয় ব্যাক্তি যদি সার্টিফিকেট টি পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
মোবাইল নং -01310095085
Leave a Reply