ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে শিল্পলোক একাডেমির আয়োজনে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে প্রতিষ্ঠানটির আয়োজনে, শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন অতিথিরা।
শিল্পলোক একাডেমির সভাপতি নজমুল হুদা শাহ অ্যাপোলো সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা: সাদেক কুরাশী।
দেশীয় ও আমাদের আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন সেই সাথে বিদেশি অপসংস্কৃতি থেকে তরুণ সমাজকে এগিয়ে নিবেন বলে আশা প্রকাশ করেন অতিথিরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল, শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, উদিচির জেলা সভাপতি সেতেরা বেগম।
You cannot copy content of this page