
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে বিউটিশিয়ানদের নিয়ে ব্রাইডাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন জেলার মুগ্ধ বিউটি মেকওভারের স্বত্বাধিকারী সুমি আক্তার।
Thank you for reading this post, don't forget to subscribe!রেবাবার বিকেলে হোয়াইট বাংলার আয়োজনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভিআইপি হল রুমে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বেস্ট বিউটি এক্সপার্ট-২১ এর চেয়ারম্যান এবং হোয়াইট বাংলার সিইও তুর্য নাসির।
এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের মধ্যে অর্থি অ্যারোমার নেহার আক্তার প্রথম রানার আপ এবং রুপসী বিউটি পার্লারের জুলি আক্তার দ্বিতীয় রানার আপ হয়।
এর আগে সকাল থেকে এই প্রতিযোগিতায় রিয়েলিটি শো বেস্ট বিউটি এক্সপার্ট-২১ এ জেলার অর্ধশতাধিক বিউটিশিয়ান অংশ নেয়।
পুরস্কার বিতররণে টীম লিডার লাভলী আক্তারের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিউটি এক্সপার্ট নাজিয়াত নওরিন,এসময় এটিএন বাংলার প্রতিনিধি ফিরোজ আমিন সরকার,এটিএন নিউজের প্রতিনিধি এমএস সামাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রিয়েলিটি শো বেস্ট বিউটি এক্সপার্ট-২১ আওতায় সারা দেশে বিউটিশিয়ানদের তিনদিনের প্রশিক্ষণ শেষে এই প্রতিযোগিতা হলো।